
শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদই কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর দ্বিতীয় লেগে চরম নাটকীয়তায় পরিপূর্ণ ম্যাচে বুধবার টাইব্রেকারে তারা ৪-২ গোলে হারাল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে।
নিজেদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বুধবার দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ের খেলায় ঘরের মাঠে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ। এমনকি অতিরিক্ত ৩০ মিনিট শেষেও এই ফলাফল অপরিবর্তিত থাকে। ফলে দুই লেগ শেষে ফলাফল দাঁড়ায় ২-২। যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ফেডেরিকো ভালভার্দে এবং আন্তোনিও রুডিগার গোল করলেও মিস করে বসেন লুকাস ভাসকেজ।
পক্ষান্তরে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে আলেক্সান্দার সোরলথ, আনহেল কোরয়ো গোল করেন। তবে মিস করেন জুলিয়ান আলভারেজ এবং মার্কোস লরেন্তে। আলভারেজের গোল বাতিল হয় বিতর্কের জন্ম দিয়ে। কেননা, ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা। ফলে তাঁর বাঁ পাটাও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। আর এটাই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
অথচ, রুদ্ধশ্বাস এই মাদ্রিদ ডার্বিতে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই অ্যাটলেটিকোকে গোল করে এগিয়ে দিয়েছিলেন ইংলিশ তারকা গালাঘের। এরপর পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়ে এই কলঙ্ক ঘুচলো ভিনির।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এখন আর্সেনাল। শেষ ষোলর ম্যাচে দুই লেগ মিলিয়ে তারা ৯-৩ গোলে পিএসভিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।