ধর্ষকদের বিচার ৯০ দিনে নয়, ৭ দিনের মধ্যেই দেখতে চাই: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আছিয়ার ধর্ষকদের বিচার ৯০ দিনে নয়, সাত দিনের মধ্যেই দেখতে চাই।”
শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরা শ্রীপুর উপজেলায় আছিয়ার বাড়িতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, “শুধু আছিয়া নয়, সমাজে এ ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হবে, সাংবাদিক মহল সত্যকে সত্য হিসেবে তুলে ধরবেন। কালো মানুষদের চেহারা আপনারা তুলে ধরুন, যাতে ওদের শাস্তি নিশ্চিত হয়, সবাই তাদের ঘৃণা করে, সমাজ যাতে তাদের বয়কট করে। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা দ্রুত দেখতে চাই। বিচার কার্যকর হয়েছে, এটাও দেখতে চাই। তাহলে হয়ত এ পরিরবারটি সান্ত্বনা পাবে, দেশবাসী সান্ত্বনা পাবে। লম্পটদের শিক্ষা হবে।”
জামায়াতে ইসলামী মব জাস্টিসকে সমর্থন করে না বলেও জানিয়েছেন দলটির আমির।
পরে আছিয়ার কবর জিয়াতর করে সেখানে দোয়া পরিচালনা করেন ডা. শফিকুর রহমান। এর পর আছিয়ার বাড়িতে যান। কিন্তু, সেখানে আছিয়ার মা কিংবা পরিবারের কেউ ছিলেন না।