
নেইমারের জন্য বিষয়টি বেশ দুর্ভাগ্যজনক। দীর্ঘদিন পর ব্রাজিল জাতীয় দলে ফিরলেও আবারও চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে সেলেসাওদের। নেইমারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের প্রতিভাবান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। সুস্থ হয়ে তিনি ফিরেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে, যেখানে প্রথম সাত ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে জাতীয় দলে ডাক পান। তবে দুর্ভাগ্যক্রমে ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে আবারও চোট পান তিনি। সান্তোসের ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে তার পায়ে টান লাগে, যা তার ফেরার পথ কঠিন করে তোলে।
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, দলে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, ‘দল ঘোষণার পর থেকে আমরা সব খেলোয়াড়ের ফিটনেস পর্যবেক্ষণ করছিলাম। ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এডারসনের চোটের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের পরিবর্তে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো ও এন্দ্রিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমারকে ছাড়াই এই লড়াইয়ে নামতে হবে তাদের।