প্রধান খবরবগুড়া জেলা

পুরোনো দিনের রাজনীতির নেগেটিভ বিষয় ঝেড়ে ফেলতে হবে: বগুড়ায় ইশরাক


পুরোনো দিনের রাজনীতির যে নেগেটিভ বিষয় ছিল তা সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গনে এক সভায় প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন তিনি।

এদিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বগুড়ায় জেলা ছাত্রদল।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামী দিনের যে রাজনীতি আমাদের জন্য কিছুটা কঠিন হবে। ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে, এতে ছাত্রদের মাঝে রাজনীতির ভিন্ন ধরনের চাহিদা তৈরি হয়েছে। জনগনের প্রত্যাশা তার সাথে তাল মিলিয়ে, জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েয়ে সে স্পিরিট ধারণ করে রাষ্ট্রকে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে।


‘কিন্তু আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমাদের যারা পুরোনো আছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগোতে হবে। আগামীর পুরোনো দিনের রাজনীতির যে নেগেটিভ বিষয় ছিল, রাজনৈতিক, তা সম্পূর্ণরুপে ঝেড়ে ফেলতে হবে। ’


কেন্দ্রীয় বিএনপির তরুণ এই নেতা জানান, যখন সংস্কার নিয়ে কেউ ভাবেনি। তখন বিএনপিই প্রথম প্রস্তাব করেছে। ৩১ দফা দাবি নিয়ে সংস্কার নিয়ে এসেছে।… সংস্কাররের কথা যদি বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ তৈরি করেছে আমরা মনে হয় না সেটিকে বিট করার মতো কেউ আছে।


অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, মুখপাত্র ছিলেন তারা জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল তৈরি করেছে, আমরা তাদের স্বাগত জানাই। আমাদের নেতাও এই দলকে স্বাগত জানিয়েছেন। আমরা বহুমুখী দলমতে বিশ্বাসী করি। আমরা আগামীতে একটি প্রতিযোগীতামূলক পরিবেশ তৈরি করব। আমরা আমাদের কর্মের মাধ্যমে জনগনের ভোট অর্জন করে বিজয় নিশ্চিত করব।


বক্তব্যের শেষের দিকে অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সম্পর্কে ইশরাক হোসেন বলেন, খুনি হাসিনার বিচার আর কেউ করুক বা না করুক, বিএনপি তার বিচার করবে। কারণ তার হাত থেকে গর্ভবতী নারীও বাঁচতে পারেনি। যত গুম, খুন করেছেন তার সব বিচার করা হবে।


অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান। এ ছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।


এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button