আদমদিঘী উপজেলা

সান্তাহার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলার সান্তাহার পৌর শাখার তিন নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় পৌর শহরের মহিলা কলেজ মাঠে তিন নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক পৌর মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, বিএনপির নেতা শাকিল আলম, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারন সম্পাদক এইচ এম মুক্তা, সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, পৌর তাঁতী দলের সভাপতি এস এম জোবায়ের হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button