ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে বগুড়া জেলা দলের জয়

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে শুভ সূচনা করেছে বগুড়া জেলা ক্রিকেট দল।

রোববার নিজেদের ১ম ম্যাচে সুনামগঞ্জ জেলা দলকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।


মাদারিপুরের আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে সুনামগঞ্জ জেলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

বগুড়ার বোলাররা শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে। ৪৭.৪ ওভারে ১৪৯ রানেই গুটিয়ে যায় সুনামগঞ্জ।


দলের পক্ষে মাসুম আহমেদ সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত ছিলেন। বগুড়ার মারুফ ৩টি, মিথুন ২টি, রাজা ১টি উইকেট শিকার করেন।

জবাবে ইমরানের আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ ওবার ১ বলে ৫ উইকেট হাতে রেখে হেসে খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম বগুড়া। ইমরান মাত্র ৪৬ বলে ১১টি চার ও ২টি ছক্কায় করেন ৭৭ রান।
এছাড়া রিফাত ২৭ এবং জুবেরি ১৬ রান করেন। সুনামগঞ্জের হয়ে সাদ্দাম হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান বগুড়া জেলা দলের ইমর।
১৮ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গা জেলা দলের বিপক্ষে ও গ্রুপের শেষ ম্যাচে ২১ মার্চ বাগেরহাট জেলা বিপক্ষে মাঠে নামবে বগুড়া জেলা দল।টায়ার-১ উঠতে হলে পরের দুই ম্যাচ’ই গুরুত্বপূর্ণ রিফাত বাহিনীর।

এই বিভাগের অন্য খবর

Back to top button