সান্তাহারে প্যান্টের পকেটে মিলল ইয়াবা, দুই যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ রাত্রিকালিন টহলের সময় দুই মাদক ব্যবসায়ীর পকেট থেকে ১০০পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেছে।
রোববার (১৬ মার্চ) দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইপির ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ইদুল হোসেন (৩৫) ও মৃত আফজাল হোসেনের ছেলে আসাদুজ্জামান রূপক হোসেন (৩২)।
ফাঁড়ির এসআই বকুল হোসেন জানান, শনিবার রাত আড়াই টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের হবীর মোড় তিনমাথা এলাকায় মাদক বিক্রির জন্য দুই যুবক অপেক্ষা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে দু’জনের দেহ তল্লাশীকালে উভয়ের ডান পকেটে সাদা পলিথিনে মুড়ানো ৫০ পিস করে মোট ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।