খেলাধুলাফুটবল

দুরন্ত কামব্যাক, আতলেতিকে উড়িয়ে শীর্ষে বার্সা

লড়াই একটু কঠিন করে জিততেই বোধহয় বার্সেলোনার পছন্দ। নতুন মৌসুমে কামব্যাকের গল্প চলছেই। গতকাল লা লিগার শীর্ষ পুনরুদ্ধারের দিনে আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তন। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এবার পূর্ণ পয়েন্টই তুলেছে কাতালানের ক্লাব।

ফেব্রুয়ারির শেষদিকে অ্যাতলেতিকোর বিপক্ষে দাপট দেখিয়েছিল বার্সা। কোপা দেল রের এগোনো-পেছানোর ম্যাচটিতে জয় আসেনি। লা লিগায় ফল উল্টো। অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া হার থেকেই এসেছে তিন পয়েন্ট। তাতে লিগ টেবিলের শীর্ষেও উঠেছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ।

লা লিগার ম্যাচটিতে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—সব বিভাগে দাপট দেখিয়েছে বার্সা। তবে ৭১ মিনিট পর্যন্ত বল জালেই জড়াতে পারেনি। উল্টো ততক্ষণে ২ গোল হজম করে হারের ক্ষণ গুনছিল। কিন্তু তখনই ঝলক দেখান লেভান্ডোভস্কি-তরেসরা।

দিন কয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় অ্যাতলেতিকো। সেখানে বাতিল হয় জুলিয়ান আলভারেজের বিতর্কিত গোল। ঘরের মাঠে বার্সেলোনার বিপেক্ষে তিনিই দলকে এগিয়ে দেন। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান সরলথ। দুই গোলে পিছিয়ে গিয়ে বার্সেলোনার প্রত্যাবর্তন তখন একপ্রকার অসম্ভব মনে হচ্ছিল।

সেই কাজটাই ৭২ মিনিটে শুরু করেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে হেডে ২-২ করেন ফেররান তরেস। যোগ করা সময়ে দলকে জয়ের পথ দেখান লামিনে ইয়ামাল। ম্যাচ শেষের ঠিক আগের মুহূর্তে ফের গোল করেন তরেস। তাতেই আসে শ্বাস রুদ্ধকর এক জয়।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৬০। এক ম্যাচ বেশি খেলে রিয়ালের পয়েন্টও সমান। তবে শীর্ষে আছে কাতালান ক্লাবই। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাতলেতিকো। ৩০ মার্চ জিরোনার বিপক্ষে লড়বে বার্সা। ২৯ মার্চ স্পাইনিওলের মোকাবেলা করবে অ্যাতলেতিকো। এপ্রিলের ৩ তারিখে কোপা দেল রের ফাইনালের টিকিট কাটতে আবারও মুখোমুখি হবে বার্সা-অ্যাতলেতিকো।

এই বিভাগের অন্য খবর

Back to top button