জাতীয়
ট্রেন্ডিং

শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনা ও তার পরিবারের সদস্যদের নামে ৩১টি ব্যাংক হিসাবে থাকা ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে । 

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার (১৮ মার্চ) সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।  

তিনি বলেন, ‘দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা অবরুদ্ধের আদেশ দেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button