জাতীয়
ট্রেন্ডিং

গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী দায়িত্ব পালনে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। যুদ্ধ বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হামলার ফলে নিরীহ বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং সেখানে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধবিরতির চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ  ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলার কঠোর নিন্দা জানাচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button