ক্রিকেটখেলাধুলা
ট্রেন্ডিং

চুয়াডাঙ্গাকে ৪ উইকেটে হারিয়ে জয় পেলো বগুড়া

চুয়াডাঙ্গা জেলা দলকে ৪ উইকেটে পরাজিত করে ৪৩ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টানা ২য় ম্যাচ জয় পেলো বগুড়া জেলা দল।

মাদারিপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে এ’দিন টসে জিতে চুয়াডাঙ্গা জেলা দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।


প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও দূর্দান্ত বলিং করে বগুড়ার ছেলেরা।
বগুড়ার বোলারদের গতি আর স্পিনে কাবুকাত চুয়াডাঙ্গার ব্যাটাররা
মাএ ২৮.২ ওভারে ৯৭ রানে অলআউট হয় তারা।
দলের হয়ে সাজু ইসলাম সর্বোচ্চ ২৫ এবং জাহিদ হাসান ২২ রান করেন।
বগুড়া জেলা দলের মোজাম্মেল ও সাইদুল ৩টি করে এবং মঞ্জুরুল মোর্শেদ ২টি উইকেট শিকার করেন।

৯৮ রানের জয়ে লক্ষ্যে ব্যাট করতে নেমে শূণ্য রানে দুই ওপেনারকে হারায় বগুড়া। দলীয় ১৯ রানে ৩ নম্বর উইকেট হারালে বেশ চাপে পড়ে বগুড়া জেলা।


তবে, রিফাতের ৩৮ এবং মিরাজুলের ১৮ বলে অপরাজিত ২১ রানে ভর করে শেষ পর্যন্ত ১৮ ওভার শেষে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টীম বগুড়া।


বগুড়ার সাইদুল ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

গ্রুপের শেষ ম্যাচ খেলছে ২১ মার্চ বাগেরহাটের বিপক্ষে মাঠে নামবে বগুড়া জেলা দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button