
ফিলিস্তিনের বেসামরিক লোকজনকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্বা শহরের বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখা।
এ সময় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গণহত্যার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
ছাত্রশিবিরে মিছিলটি সরকারী আযিযুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া রক্তখেকো নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন। বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরাইল যাওয়ার সুযোগ করে দিয়েছে।
ফখরুল ইসলাম বলেন, মুসলিমদের টাকায় ইসরাইল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইবোনদের হত্যা করবে তা মেনে নেয়া যায় না।
এ জঘন্য অপরাধের জন্য ইসরাইলের ওপর অর্থনৈতিক ও আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও জানান ফখরুল ইসলাম। পাশাপাশি সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই নেতা।
এসময় আরো বক্তব্য রাখেন ছাত্রশিবির শহর শাখার সভাপতি রেজোয়ানুল ইসলাম, সেক্রেটারী খন্দকার হাবিবুল্লাহ, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব প্রমুখ।