ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টায়ার-২ থেকে টায়ার-১ এ উন্নীত বগুড়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টানা তিন ম্যাচ জিতে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উন্নীত হয়েছে বগুড়া জেলা দল।
শুক্রবার মাদারীপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে বাগেরহাট জেলা দলকে শ্বাসরুদ্ধকর এক উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে।
প্রথমে টসে জিতে বাগেরহাট জেলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের হয়ে মোস্তফা আকন ৩৪ এবং নুরুল হাসান ২৮ রান করেন। বগুড়া জেলা দলের হয়ে মিথুন ৩টি, আবির ও এমরান ২টি করে এবং সাইদুল, মারুফ ও আল-আমিন ১টি করে উইকেট শিকার করেন।
১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে বগুড়া জেলা দল ৪ ওভার ৩ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রবিউস সানি। এছাড়া আহাত ২৩, জুবেরি ২২, মারুফ ও পাপ্পু ২১ রান করেন। বাগেরহাট দলের নুরুল হাসান ৩টি, মাহমুদুল, শাহিন ও মোস্তফা ২টি করে উইকেট লাভ করেন। বগুড়া জেলা খেলোয়াড় মিথুন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে বগুড়া জেলা দল মাদারিপুর ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে বিসিবির টায়ার-১ এ উন্নীত হয়।