বগুড়া জেলা

বগুড়ায় অটো টেম্পু মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা

বগুড়া জেলা অটো, টেম্পু সিএনজি অটোরিক্সা মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বগুড়ার স্টেশন রোডে জেলা অটো টেম্পু সিএনজি অটোরিক্সা মালিকদের কমিটি সুসংগঠিত করার উদ্দেশ্যে দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।

এদিন স্টেশন রোডের অস্থায়ী কার্যালয়ে বগুড়া জেলা অটো টেম্পু, সিএনজি, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ মমিনুল হক মঞ্জু।

সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন সাংগঠনের সাধারণ সম্পাদক সামিউল হক, মমিন রশিদ রাজ্জাক, তানভীর, আল-আমিন রবিন, হাবিব খান, আজিজুল, রফিকুল ইসলাম রফিক, সাব্বির, সাদ্দাম, জামিনুর রহমান কাজল, ফারুক আহমেদ, আনোয়ার হোসেন।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মমিনুল হক মঞ্জুকে সভাপতি ও সামিউল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সাধারণ সদস্যরা নবগঠিত কমিটিকে আগামী দিনে বগুড়া জেলার সিএনজি, অটো রিক্সা মালিক সমিতির সুন্দর পরিবেশ শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button