খেলাধুলাফুটবল

ঘুরে দাঁড়িয়ে সেমিতে ফ্রান্স

উয়েফা নেশনস লিগের কোয়ার্টারে স্পেনের পাশাপাশি বড় পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্সকেও।নেদারল্যান্ডসের বিপক্ষে রবিবার দ্বিতীয় লেগ ৩-৩ গোলে ড্র করে স্পেন। ডাচদের বিপক্ষে প্রথম লেগেও ২-২ গোলে ড্র হয়েছিল লামিন ইয়ামালদের। টাইব্রেকারে শেষ হাসিটা হেসেছে স্পেন। সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে ডি লা ফুয়েন্তের দল।

ফরাসিরা দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলেছে। ঘরের মাঠে ৫২ মিনিটে প্রথম গোলটি করেন ওলিসে। ৮০ মিনিটে দ্বিতীয় গোল করে স্বস্তি ফেরান উসমান দেম্বেলে। দুই লেগ মিলে ২-২ সমতায় নির্দিষ্ট সময় শেষের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোন দলই গোল করতে পারেননি। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে ফ্রান্স।

ফল নির্ধারণে দুদলই সাতটি করে শট নিয়েছে। ফ্রান্সের হয়ে বল জালে পাঠাতে ব্যর্থ হন কুন্দে ও থিও হার্নান্দেজ। ক্রোয়েটরা মিস করে তিনটিতে। মার্টিন বাটুরিনার পর ব্যর্থ হন ফ্রাঞ্জো ইভানোভিচ ও স্টানিচিস।

স্পেনও দ্বিতীয় লেগ ঘরে মাঠে খেলে। ২-২ সমতায় শেষ হয়েছিল প্রথম লেগ। দ্বিতীয় লেগে আগে লিড পায় স্পেন। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন মিকেল ওয়ার্জিবাল। প্রথমার্ধ লিড ধরে রেখেই শেষ করে স্বাগতিক দলটি।

৫৪ মিনিটে পেনাল্টিতে গোল করে ডাচদের সমতায় ফেরান মেম্পিস ডিপে। ৬৭ মিনিটে ওয়ার্জিবাল দ্বিতীয় গোলে স্পেনকে ফের লিড এনে দেন। ১২ মিনিট ফের ইয়ান ম্যাটসেনের গোলে ফের সমতায় ফেরে নেদারল্যান্ডস। ২-২ সমতায় ম্যাচের নির্দিষ্ট সময় শেষ হয়।

অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৩ মিনিটে লামিন ইয়ামালের গোলে আরও একবার লিড পায় স্পেন। মিনেট ছয়েক পর পেনাল্টিতে গোল করে ডাচদের সমতায় ফেরান জাভি সিমন্স। ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ। দুই লেগ মিলে ৫-৫ গোলে ড্র করে দুদল।

টাইব্রেকারে গড়ালে দুদলই ছয়টি করে শট নেয়। স্প্যানিশদেরহয়ে কেবল লামিন ইয়ামাল জালে বল পাঠাতে ব্যর্থ হন। ডাচদের মিস করেন ল্যাং ও মালেন। ৫-৪ ব্যবধানে জিতে শেষ হাসিটা হাসে স্পেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button