বিএনপিরাজনীতি

দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হল আজ।  স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি, কিন্তু বর্তমানে সেই স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি ৫ই ফেব্রুয়ারি।

আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি ১৯৭১ সালের ২০ শহীদদের, যারা তাদের জীবন এবং রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যারা এখনও বেঁচে আছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 

আজকের এই দিনে, দেশবাসীকে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা স্বৈরাচারী শাসনকে বিদায় করে একটি নতুন স্বাধীনতার অনুভূতি পেয়েছি। কিছু মানুষ বলে, ‘দ্বিতীয় স্বাধীনতা’ আসলে এমন কিছু নেই। আমি বলব, তারা যেন আজকের স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝে সম্মান দেয়। ১৯৭১-এ স্বাধীনতা অর্জনে তাদের কোন ভূমিকা ছিল না, তাই আজকের দিবসে তাদের উচিত সম্মান দেখানো।

এছাড়া, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা এই স্বাধীনতা ধরে রাখতে পারি এবং পরবর্তী প্রজন্মও এটি উপভোগ করতে পারে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।”

এই বিভাগের অন্য খবর

Back to top button