বগুড়া জেলা
বগুড়ায় তালিকাভুক্ত ক্লাব কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সভা বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্রিকেট, ভলিবল, কাবাডিসহ বিভিন্ন খেলাধুলা আয়োজন এবং ঈদুল ফিতরের পর দ্রুততম সময়ে জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্লাব সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্তসহ বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা উপস্থিত ছিলেন।