
মৌসুমের প্রথম ভাগে তাদের কাছে ৪-২ ব্যবধানের অপ্রত্যাশিত হারে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে সেই ওসাসুনার বিপক্ষে বড় জয়ে মধুর প্রতিশোধই নিল কাতালানরা। ৩-০ গোলের দাপুটে জয়ে লা লিগার শীর্ষস্থান আরও দৃঢ় করল বার্সা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই ছিল বার্সার একক আধিপত্য। ১১ মিনিটের মাথায় লিড পায় স্বাগতিকরা। বাল্ডের দারুণ এক ক্রস খুঁজে পায় ফেরান তোরেসকে। বল পেয়ে গোল করতে ভুল করেননি তোরেস। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। দানি অলমোকে বক্সের ভেতর ফাউল করেন ওসাসুনা কিপার, রেফারি বাজান পেনাল্টির বাঁশি।
পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন অলমো। গোলের পর অবশ্য বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। ২৭ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে। প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ এলেও ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধেও বজায় থাকে বার্সার দাপট। একের পর এক গোলের সুযোগ এসেছে তাদের সামনে, তবে তৃতীয় গোলটা যেন কোনভাবেই পাচ্ছিলেন না তারা।
অবশেষে ৭৭ মিনিটে গোলের দেখা পান রবার্ট লেভানডস্কি। লোপেসের ক্রসে দারুণ এক হেডে বার্সার জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বার্সা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।