
বগুড়ার শেরপুর থেকে লুট হওয়া প্রায় সাড়ে ছয় লাখ টাকার (৩৯৮ বস্তা) আটা ভর্তি ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে থেকে ট্রাকসহ ওই দুই আসামি গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার গড়েরবাড়ি গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক বেলাল হোসেন (৪০) এবং শেরপুরের টোলার গেট এলাকার মোস্তফা (৩৮)।
এর আগে গত সোমবার দুপুরে শেরপুর উপজেলার দড়িমুকন্দ বাজার থেকে ট্রাক নিয়ে পালিয়ে যান চালক বেলাল হোসেন। পরে ওই ঘটনায় ট্রাকের মালিক কাওছার আহমেদ বুধবার শেরপুর থানায় একটি মামলা করেন। কাওছার আহমেদ উপজেলার গড়েরবাড়ি এলাকার বাসিন্দা ।
এসব তথ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বগুড়া জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, শেরপুরের দড়িমুকন্দ বাজার থেকে শামীম শেখ নামে এক ব্যক্তির ৬ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৮ বস্তা আটা ট্রাকে তোলা হয়। নন্দীগ্রামের কোয়ালিটি ফিডস মিলে আটা সরবরাহের কথা ছিল। কিন্তু চালক ও সহকারী সেটি নিয়ে পালিয়ে যান।
পুলিশের এই কর্মকর্তা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ লুট হওয়া আটার সন্ধান পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ট্রাকসহ উদ্ধার করা হয় লুট হওয়া আটা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।