
বগুড়ায় ঈদ সামগ্রীর উপহার নিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় খুকলে বেওয়া (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের মম ইন এর সামনে রংপুর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
খুকলে বেওয়া গাবতলী উপজেলার মৃত শাহেদ আলীর স্ত্রী।
জানা গেছে, বিকালে মন ইন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেটা নিতে গাবতলী থেকে এসেছিলেব খুকলে বেওয়া। উপহার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি দ্রুতগামী বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।