বিশ্বে প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের এই তারিখ ঘোষণা করেছে। খবর খালিজ টাইমসের।
চাঁদ দেখার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানায়, ২৯ মার্চ শনিবার সিডনি সময় রাত ৯টা ৫৭ মিনিটে, পার্থের সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের দিকে শাওয়ালের চাঁদের জন্ম হবে। চাঁদের উদয় হবে সূর্যাস্তের পর। যেহেতু নতুন চাঁদ সূর্যাস্তের আগে দেখা যাবে না, তাই শাওয়াল সেদিন থেকে শুরু হতে পারে না। এই হিসেবে অস্ট্রেলিয়ায় রমজান মাস ৩০ দিনের হবে, শেষ হবে ৩০ মার্চ রোববার।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল যে-সব বিষয়ের ওপর নির্ভর করে রমজানের শেষ ও শাওয়ালের শুরু ঠিক করে, তার মধ্যে আছে- সূর্যাস্তের আগে চাঁদের জন্ম গণনা, সূর্যাস্তের পরে চাঁদ অস্ত যাওয়ার সময়কাল ও চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা।