আন্তর্জাতিক খবর
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬০০ ছাড়িয়েছে

মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৬০০ ছাড়িয়েছে। স্থানীয়রা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা খালি হাতেই ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। প্রাচীন রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে প্রায় ১৫ লাখ মানুষ বাস করে।
এদিকে, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমে বড় বাধা সৃষ্টি হয়েছে সরঞ্জামের অভাব, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া এবং সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ার কারণে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ইয়াঙ্গুন-নাইপিদো-মান্দালয় মহাসড়কে ফাটল এবং বিকৃতি হওয়ায় পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালগুলোতে লাশ রাখার জায়গা সংকট দেখা দিয়েছে।