শেরপুর উপজেলা
ট্রেন্ডিং

ঈদের দিন সড়কে বাবা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের


বগুড়ার শেরপুরে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে মহাসড়কে পারাপারের সময় বাসের ধাক্কায় শাহ আলম (৩২) ও সেজদান আলম সামান্তা (৪) নামে বাবা মেয়ে নিহত হয়েছেন। একই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে শ্রী অলক (১৯) নামে আরেক তরুণের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩১ মার্চ) উপজেলার মহিপুর জামতলা ও ঝুপুনিয়া এলাকায় এই দুটি দুর্ঘটনাটা ঘটে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে চড়ে মেয়ে ও শ্বশুর বাবলু আক্তার নিয়ে ঘুরতে বের হন শাহ আলম। পথে মহিপুর জামতলা এলাকায় রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথেই বাবা মেয়ে মারা যায়। শশুর বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শাহ আলম ওই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপকারীদর্শক আব্দুল খালেক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এর আগে সকাল ১১ টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে শেরপুর থানাধীন ঝুপুনিয়া আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হয় শ্রী অলক ও শ্রী জয়দেব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রী অলককে মৃত ঘোষণা করে। গুরুতর আহত শ্রী জয়দেবকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।


অলক ও জয়দেব শেরপুরের পানিসারা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button