আন্তর্জাতিক খবর

ভারতের পটকা বানানোর সময় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভারতের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায় পটকা বানানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।

সোমবার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বণিক পরিবারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তাদের পরিবারে মোট ১১ জন সদস্য। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাই। বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই পটকা বানাত ওই বণিক পরিবার। পটকা তৈরির লাইসেন্সও তাদের। 

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছুক্ষণ পর স্থানীয়েরা দেখতে পান আগুনের ধোয়া। পরে আগুন নেভানোর সময় আবার কয়েকটি বিস্ফোরণ ঘটে। বাড়িতেই পটকা মজুত ছিল। সেখান থেকে এই অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার ছিল সেটিও বিস্ফোরণ হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button