আন্তর্জাতিক খবর

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, ১৮ শ্রমিকের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলের একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে সেখানে কর্মরত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

কারখানার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভারতের আহমেদাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এএফপির প্রতিবেদন বলছে, গুজরাট রাজ্যের দিসা শহরে কারখানা কমপ্লেক্সে বিষ্ফোরণে পাথর ও ধাতব পদার্থের টুকরো উড়ে যায়।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘কারখানায় প্রচণ্ড এক বিস্ফোরণে কংক্রিটের ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু এবং আরও পাঁচজন আহত হন।’

ঋষিকেশ প্যাটেল আরও বলেন, কারখানাটি লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। কর্তৃপক্ষ এরইমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button