দোয়া পড়ে শুটিং করতে যেতাম, ওড়নার নিচে রসুন রাখতাম: নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া অভিনীত ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। সুমন নামে একটি ছেলেকে নিয়ে সিনেমাটির গল্প এগিয়েছে। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।
রহস্য, ভয়ের আবহ এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। ফলে শুটিংয়ের সময়ে আতঙ্ক কাজ করেছে নুসরাত ফারিয়ার মনে।
নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘দোয়া পড়ে শুটিং করতে যেতাম, আবার বাসায় ফিরে দোয়া পড়ে নিতাম। আল্লাহকে বলতাম, উল্টাপাল্টা কোনো কিছু যাতে না ঘটে।’
নুসরাত ফারিয়া আরও বলেন, ‘যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় কাজ করত। কারণ যেকোনো কিছু ঘটতে পারে। আমরা শুটিং করেছি শতবর্ষী একটি পুরোনো বড় গাছের নিচে। সেখানে অপমৃত্যুর ঘটনাও ঘটেছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, আবার পাশে রয়েছে শ্মশান।’
এই অভিনেত্রী বলেন, ‘আমার টিমের সদস্যরা বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিতেন। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম বা কিছু একটা দিয়ে রাখতেন, যেন কোনো ধরনের খারাপ কিছু ঘটে।’
ঈদুল ফিতরের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।