নন্দীগ্রাম উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় কষ্টি পাথরের সরস্বতী মূর্তি উদ্ধার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কষ্টি পাথরের সরস্বতী মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থেকে তিন কেজি ওজনের এ মূর্তি উদ্ধার করা হয়।

জানা গেছে, পুনাইল গ্রামের নীলকান্তসহ হিন্দু সম্প্রদায়ের একটি পুকুর খনন করা হচ্ছে। বুধবার সকালে পুকুর পারে ছেলেরা খেলা করার সময় ওই কষ্টি পাথরের মূর্তি পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মূর্তিটি থানায় নিয়ে যায়।

স্থানীয়রা বলছে এটি স্বরসতীর মূর্তি।

পুলিশ জানায়, খবর পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button