
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন, তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার।
ভারতীয় মিডিয়ার গুজবের বিরুদ্ধে সজাগ থেকে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। সঠিক সংবাদ দিয়ে গুজব বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন।
পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পাহাড়ে যত রকমের সহিংসতাসহ সমস্যার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না। কোনো অবস্থাতেই চাঁদাবাজি-সন্ত্রাস বরদাশত করা হবে না। আইনশৃংঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদের কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় যেসব অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে পারলে সমস্যা অনেক কমে যাবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাসহ সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে পার্বত্য এলাকায় বিজিবি’র ক্যাম্প বৃদ্ধি করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের বেশীরভাগই শহর কেন্দ্রীক। সরকারের উন্নয়নের কার্যক্রম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল যেন সাধারণ জনগণ ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।