শেরপুর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় ঈদের ছুটিতে ‘মিনি জাফলংয়ে’ গিয়ে লাশ হলো শিশু

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে বগুড়ার শেরপুরে বাঙালি নদীর জোড়গাছা ব্রিজে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

সম্প্রতি এই ব্রিজের নিচের এলাকাটি মিনি জাফলং নামে পরিচিতি পায়। এর ফলে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে সুঘাট ইউনিয়নের এ এলাকায়।

মৃত আবু সাদাত ইকবাল বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার বাসিন্দা। সে আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. ইকবাল হোসেন আরডিএ কলেজের শিক্ষক।

এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, ‘ঈদের মধ্যে সাদাত নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে অন্য শিশুদের সাথে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং নদীর স্রোতের সাথে ভেসে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সোয়া নয়টার দিকে পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button