শাজাহানপুর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় আগুনে ভস্ম ৩ বিধবার ঘর

বগুড়া শহরের কৈগাড়ী এলাকায় আগুনে তিন বিধবা নারীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে সাকি, হামিদা ও আমেনা নামে তিনজনের টিনশেড বাড়ি ভস্ম হয়েছে বলে জানিয়েছে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দুপুর ১ টা ২০ মিনিটে খবর আসে কৈগাড়ী পূর্বপাড়া এলাকার এক বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে তিনজনের ঘর পুড়ে ভস্ম হয়।

পরবর্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের শিকার পরিবারগুলো অত্যন্ত অসহায়। তিন ঘরের মানুষ বিধবা। তারা অন্যের জমিতে ঘর তুলে বসবাস করতেন। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় রাস্তার পাশে ছোট্ট টং দোকানে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আজ দুপুর ১২ টার দিকে আগুনলাগার বিষয়টি টের পায় সবাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘর হারিয়ে তারা এখন নিঃস্ব।

দপ্তরটির সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীদের মতে এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button