
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ঢোলি খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার (০৬ এপ্রিল) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঢোলি ওই এলাকার আলিমুদ্দীনের স্ত্রী।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি মোটরসাইকেল ঢোলি খাতুনকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।