
বগুড়ায় জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিকসহ তিনজন। এঘটনায় রাকিব নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
আটক রাকিব (২৭) শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, বিকাল ৩ টায় শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিক আসাফুদৌলা নিয়ন, খোরশেদ আলম ও তাদের সাথে থাকা তৌফিকুল ইসলাম নিরবের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চালায়। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। পরে সন্ধ্যা ৭ টার দিকে হামলাকারীদের একজন রাকিবকে আটক করে পুলিশ।
এঘটনায় বাকী হামলাকারীদের আটক করতে পুলিশ মাঠে কাজ করছে।
এরআগে বিকেলে সাড়ে ৩ টার সময় বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় ফ্রেস জুস বারের সামনে এই ঘটনা ঘটে।
দুই সাংবাদিক হলেন, বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম।