দুপচাঁচিয়া উপজেলা

বগুড়ার রাবেয়া পার্ক রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকার জরিমানা


অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রাবেয়া পার্ক নামের এক রেস্টেুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আজ রোববার দুপুরে জেলা নিরাপদ খাদ্য অফিস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক মেহেদী হাসান।

উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের বগুড়া জেলা কর্মকর্তা মো. রাসেল।


অভিযানে থাকা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুপচাঁচিয়ার রাবেয়া পার্কে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছে। অভিযানে গিয়ে ঘটনার সত্যতা মেলে। পরে ভোক্তা অধিকার আইনে রাবেয়া পার্ট রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অনিরাপদ খাদ্য মানব শরীরের জন্য অন্তত্য ক্ষতিকর। এই কারনে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button