দুপচাঁচিয়া উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত এক

বগুড়ার দুপচাঁচিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় অমল চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তালোড়ার মিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

অমল চন্দ্র দাসের বাড়ি বগুড়া দুপচাঁচিয়ার ফেপিড়া গ্রামে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে অটোভ্যানে করে মিয়াপাড়ার ওপর দিয়ে যাচ্ছিলেন অমল। এসময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।

এই বিভাগের অন্য খবর

Back to top button