খেলাধুলাফুটবল

মেসির জোড়া গোলে সেমিতে ইন্টার মায়ামি

শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি, প্রথম লেগে ১-০ গোলে হারের সঙ্গে এই গোল মিলে দুই গোলে পিছিয়ে পড়ে তারা। চরম কোণঠাসা অবস্থা থেকে এরপর হুঙ্কার দেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে জিতিয়ে তুলে দেন সেমিফাইনালে।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লজ এঞ্জেলস এফসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ৩-২ অগ্রগামীতায় নিশ্চিত করেছে সেমিফাইনাল।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি নবম মিনিটে অ্যারন লংয়ের গোলে আরও বড় বিপদে পড়ে।

৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক স্ট্রাইকে মেসি মায়ামিকে খেলায় ফেরান, কিন্তু হ্যাভিয়ের মাশ্চেরানোর দলের তখনও আরও দুটি গোলের প্রয়োজন ছিল।

বিরতির পর ব্যবধান বাড়ান ফেদরিকো রেদোন্দো। ৬১ মিনিটে তার গোলে দুই লেগ মিলিয়ে আসে ২-২ সমতা। ম্যাচ জিততে মায়ামির তখনও আরেকটি গোলের দরকার ছিল। অফসাইডে একটা গোল বাতিলের পর ৮৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। 

বক্সে ভিড়ের মধ্যে প্রতিপক্ষের লজ এঞ্জেলসের ডিফেন্ডার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় মায়ামি। সেখান থেকে সহজেই দলের জয়ের কাজটা সেরে নেন মেসি।

এই বিভাগের অন্য খবর

Back to top button