
বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে এসএসসি (সাধারণ) ২৩৬ জন, দাখিলে ১৬১ জন এবং এসএসসি ( ভোক. ও দাখিল ভোক.) ৬০ জন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরাফাত হোসেন।
তিনি জানান, প্রথম দিনে ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৪৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।