শিক্ষা
ট্রেন্ডিং

বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭ পরীক্ষার্থী

বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে এসএসসি (সাধারণ) ২৩৬ জন, দাখিলে ১৬১ জন এবং এসএসসি ( ভোক. ও দাখিল ভোক.) ৬০ জন। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরাফাত হোসেন। 

তিনি জানান, প্রথম দিনে ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় ৪৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button