খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়নস লিগে সেমির পথে বার্সেলোনা

প্রথমার্ধে একবার বল জালে জড়ালেও, দ্বিতীয়ার্ধে বার্সেলোনার সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির বিপক্ষে জালের দেখা পেয়েছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকাই। তাতে গতবারের রানার্সআপদের একরকম উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দল।

বুধবার চ‍্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। একপেশে ম‍্যাচে জোড়া গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ও স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামালও।

এই বছর ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি বার্সেলোনা। ৪টি ড্রয়ের বিপরীতে তারা পেয়েছে ১৯ জয়। আর ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৬ সালে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ। সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়লেন ফ্লিক।

ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকেই ডর্টমুন্ডের ওপর চড়াও হয় বার্সেলোনা। ৫ ও ৭ মিনিটে পরপর দুইবার দারুণ দক্ষতায় ডর্টমুন্ডকে গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক গ্রেগর কোবেল। ডান দিক থেকে ইয়ামালের বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেওয়ার ২ মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে নেওয়া লেভানডফস্কির জোরাল শট ঠেকিয়ে দেন।

শুরুর আক্রমণের চাপ ধরে রেখে ২৫তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিকে ইনিগো মার্তিনেজের হেডে বল পেয়ে যান পাউ কুবার্সি। তার শট কোবেলের হাতে লাগার পরও জালেই যাচ্ছিল, সহজাত প্রতিক্রিয়ায় ছুটে গিয়ে পা ছুঁয়ে গোল নিজের করে নেন রাফিনিয়া! টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা ফরোয়ার্ডের এটি ১২তম গোল।

গোল খেয়ে কিছুটা সম্বিৎ ফেরে ডর্টমুন্ডের। দুই একবার আক্রমণেও যায় তারা। ৩৬ মিনিটে দারুণ একটি সুযোগও আসে। কিন্তু অল্পের জন্য পাওয়া হয়নি গোল। ৪০ মিনিটে ফের কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত হয় ডর্টমুন্ড। অন্য দিকে গোল না পেলেও বার্সা নিজেদের আক্রমণের ধারা ধরে রাখে। তবে দ্বিতীয় গোলের অপেক্ষায় থেকে বিরতিতে যেতে হয় কাতালান ক্লাবটিকে।

বিরতির পর ব্যবধান বাড়াতে অবশ্য খুব বেশি সময় লাগেনি বার্সার। ইয়ামালের ক্রসে রাফিনিয়া হেডে খুঁজে নেন লেভানদোভস্কিকে। অনেকটা ক্রসবারের নিচ থেকে হেডে বাকিটা সারেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। দুই গোলে এগিয়ে যাওয়ার পর আরও আত্মবিশ্বাসী বার্সা পরে আদায় করে নেয় আরও দুই গোল। 

৬৫তম মিনিটে লোপেসের শট ব্লকড হয় বরুশিয়ার রক্ষণে। পরের মিনিটে তরুণ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন লেভানদোভস্কি। সব মিলিয়ে এটি চলতি মৌসুমে তার ৪০তম গোল, আর চ্যাম্পিয়নস লিগে ১১তম গোল। নিজের সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম‍্যাচে এটি তার ২৯তম গোল।

গতিময় প্রতি আক্রমণ থেকে ৭৭তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ইয়ামাল। ৮৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় ডর্টমুন্ড। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে দলটি। আগামী ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দুই দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button