মেসি না রোনালদো? আসিফ মাহমুদ: রোনালদো

উপদেষ্টার পরিচয়ের বাইরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একজন খেলার বড় ভক্ত। ছোটবেলা থেকেই খেলার প্রতি ভালোবাসা তার, যা কখনও কখনও বাসায় আদুরে শাসনের কারণও হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আসিফ মাহমুদ। আয়োজনের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে তার প্রিয় খেলা ও খেলোয়াড়ের প্রসঙ্গ।
সরাসরি জানিয়ে দেন, ফুটবলই তার সবচেয়ে প্রিয় খেলা। আর প্রিয় খেলোয়াড়? একটুও না ভেবে বলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদো ভক্ত হলেও আসিফ মাহমুদের প্রিয় দল ব্রাজিল। যদি কখনও সুযোগ পেতেন ক্রীড়াবিদ হওয়ার, তবে ফুটবলকেই পেশা হিসেবে বেছে নিতেন বলেও জানান তিনি।
ছোটবেলায় খেলাধুলা করতে গিয়ে বাসায় মার খেয়েছেন কি না এমন মজার প্রশ্নের জবাবে হাসিমুখে আসিফ মাহমুদ বলেন, ‘বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে, আমার মনে হয় শতভাগ না হলেও ৯৫ ভাগ মানুষই মার খেয়েছেন।’