
আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সোমবার (১৪ এপ্রিল) আইসিসির বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
২০২১ সালে প্রথমবার এ পদে দায়িত্ব নেন গাঙ্গুলি, অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়ে। এবার তার সঙ্গে কমিটিতে যোগ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, আফগান পেসার হামিদ হাসান, উইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের জোনাথন ট্রট।
নারী ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন নিউজিল্যান্ডের ক্যাথেরিন ক্যাম্পবেল। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার আভ্রিল ফাহে এবং দক্ষিণ আফ্রিকার ফোলেটসি মোসেকি।
এই কমিটিগুলোর মূল কাজ ক্রিকেটের নিয়মনীতি, প্রযুক্তি, ডিআরএস এবং ন্যায্য খেলার পরিবেশ উন্নয়নে পরামর্শ দেওয়া।