ধুনট উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় আইনজীবী-বিএনপি নেতা দুই ভাই গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই মামলায় আইনজীবী ও বিএনপি নেতা দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের নিজ গ্রাম বেলকুচির আলাদা জায়গায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও বগুড়া জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি রাজ্জাকুর কবির বিদ্যুৎ।

তারা ধনুট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ যায়, ২০০৯ সালে বগুড়া সদর থানায় রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি।

গোপন সংবাদে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার তার বাবার করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুত।

বিদ্যুতের স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “আমার ভাশুর সম্পত্তির লোভে বাবাকে ম্যানেজ করে অনেক দিন হল অত্যাচার করে আসছিল। সম্প্রতি আমার চরিত্র নিয়ে বাজে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখায় আমি আত্মহত্যার জন্য বিষ খেলে আমাকে ধুনট হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আজ এসে বলে, দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল মিটিয়ে দেবে। এই বলে আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।”

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ভাইকে বিকালে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button