আন্তর্জাতিক খবর
টয়লেট পেপারে রিজাইন লেটার লিখলেন কর্মী! নেট দুনিয়ায় আলোচনা

ব্যতিক্রমী উপায়ে লেখা একটি পদত্যাগপত্র নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোচনা চলছে। টয়লেট পেপারে পদত্যাগপত্রটি লিখেছেন এক কর্মী। ওই কর্মী লিখেছেন, অফিস তাঁকে যেভাবে ব্যবহার করে ছুড়ে ফেলেছে, তিনি সেভাবেই পদত্যাগপত্র লিখেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সিঙ্গাপুরের একটি সংস্থার পরিচালক অ্যাঞ্জেলা ইয়েহো পেশাজীবীদের সামাজিক মাধ্যম লিংকডইনে পদত্যাগপত্রের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক টুকরো টয়লেট পেপারে লেখা হয়েছে ওই পদত্যাগপত্র। যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ওই টয়লেট পেপারে লেখা রয়েছে, ‘আমার সংস্থা আমার সঙ্গে কী রকম ব্যবহার করেছে তা বোঝাতে পদত্যাগের জন্য এই টয়লেট পেপার বেছে নিয়েছি। আমি কুইট করছি।’