বগুড়া সদর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় পুলিশের ওপরে হামলা, ২ কর্মকর্তা আহত

বগুড়ার শহরে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কালিতলা মোড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হামলার করে বলে জানায় পুলিশ।

আহত দুই পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক আহম্মদ আলী৷ আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দু’জন ব্যক্তির মাঝে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা শহরের কালিতলা এলাকায় যান৷ সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। ওই সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের উপর চড়াও হয়। তারা সেখানে মব তৈরি করে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়ে৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, আহত দুই পুলিশ কর্মকর্তা আশংকামুক্ত আছেন৷ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের বন্ধুরা মোটরসাইকেল পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে মব তৈরি করে এই হামলার ঘটনা ঘটিয়েছে৷ আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাননি এজন্য তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি৷

এই বিভাগের অন্য খবর

Back to top button