দুপচাঁচিয়া উপজেলা
ট্রেন্ডিং

দুপচাঁচিয়ায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক


দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়) এর দুপচাঁচিয়া পৌরসভার থানা বাসস্ট্যান্ড হতে তেমাথা বাজার পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(যুগ্ম সচিব) হোসনা আফরোজা এ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান, সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান, হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, মেসার্স রাজিব এন্টারপ্রাইজের প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।

উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করেন মডেল মসজিদের ইমাম মাওঃ জোবায়ের আহম্মেদ।

এরপর জেলা প্রশাসক মহোদয় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button