ধর্ম
ট্রেন্ডিং

জুমার দিন যে ভুলগুলি করবেন না

জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলাম ধর্মে এই দিনটির বিশেষ ফজিলত ও মর্যাদা রয়েছে। পবিত্র কোরআন ও হাদীসে জুমার জুমার দিন যে ভুলগুলি করবেন না গুরুত্ব বহুবার বর্ণিত হয়েছে। তাই এই দিনটিকে উপযুক্ত সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এই দিনটিতে কিছু ভুল কাজ করে থাকেন, যা থেকে আমাদের বাঁচা উচিত।

নিচে জুমার দিনের কিছু সাধারণ ভুল তুলে ধরা হলো:

১. জুমার নামাজে দেরি করে যাওয়া

অনেকে শেষ মুহূর্তে এসে নামাজে যোগ দেন, এমনকি খুতবার সময়ও চলে আসে। অথচ হাদীসে এসেছে, জুমার দিনের শুরু থেকেই মসজিদে গিয়ে ইবাদতে লিপ্ত হওয়া উত্তম।

রাসূল (সা.) বলেন: “যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম ভাগে (মসজিদে) যায়, সে যেন উট কোরবানি করল।” — (বুখারী, মুসলিম)

২. খুতবা চলাকালীন কথা বলা

খুতবা চলাকালীন সময়ে কথা বলা বা অন্যকে চুপ করতেও বলা নিষিদ্ধ। এটি নামাজ নষ্ট করার মতো গোনাহ।

রাসূল (সা.) বলেন: “যখন ইমাম খুতবা দেয়, তখন তুমি তোমার পাশেরজনকে বলো ‘চুপ করো’, তাহলেও তুমি অনর্থক কাজ করলে।” — (সহীহ মুসলিম)

৩. গোসল না করা বা পরিচ্ছন্নতা অবহেলা করা

জুমার দিনের জন্য গোসল করা সুন্নত ও অত্যন্ত ফজিলতপূর্ণ। কেউ যদি তা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তবে সে একটি বড় সুন্নত ছেড়ে দিচ্ছে।

৪. দোয়া ও দরুদ পাঠে অলসতা করা

এই দিনটি দোয়া কবুল হওয়ার বিশেষ সময় ধারণ করে। হাদীসে এসেছে, জুমার দিনে একটি মুহূর্ত থাকে যখন বান্দা যা চায়, আল্লাহ তা কবুল করেন। এদিন বেশি বেশি দরুদ পড়ার নির্দেশও আছে।

৫. কাজ-কর্মকে অজুহাত বানিয়ে জুমার নামাজ বাদ দেওয়া

অনেকে কর্মব্যস্ততার অজুহাতে জুমার নামাজ আদায় করেন না। এটি কঠিন গোনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন:

“হে ঈমানদারগণ! যখন জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় বর্জন কর।” — (সূরা জুমা: ৯)

৬. নামাজের আগে ও পরে সুন্নত রাকাআত না পড়া

জুমার নামাজের আগে ও পরে সুন্নত নামাজ রয়েছে। অনেকে শুধু ফরজ পড়ে চলে যান, যা কামেল নামাজের জন্য যথেষ্ট নয়।

জুমার দিন একটি বরকতময় দিন, যে দিনে অনেক বিশেষ আমল ও ফজিলত রয়েছে। এই দিনে কিছু ভুলচুক আমাদের এই ফজিলত থেকে বঞ্চিত করতে পারে। তাই আমাদের উচিত, এই দিনটি যথাযথভাবে পালন করা এবং যেসব ভুল আমরা সচরাচর করে থাকি, তা থেকে সাবধান হওয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button