
দেশে যেন আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সে জন্য জুলাই সনদ প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানো জুলাইয়ের উদ্দেশ্য ছিল না; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা।
তিনি বলেন, অভ্যুত্থানের পরে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণ করা আমাদের অঙ্গীকার।
এদিকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন।
বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। কমিশনের পক্ষে ঐকমত্য ড. আলী রীয়াজের নেতৃত্বে ৫ জন এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে আলোচনা হয়।
এনসিপির প্রতিনিধি দলে আছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারোয়ার তুষার, নাসিরউদ্দিন পাটোয়ারী, জাবেদ রাশেল, নিভা ও সামান্তা শারমিন।