কাহালু উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় জালাল উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে।

জানা গেছে, জালাল উদ্দিন রাইস মিল থেকে ধান ভেঙে সাইকেলে বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। কাটনাহার সংযোগ সড়ক থেকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উঠতেই বগুড়া থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button