রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ তৃতীয় দফা বৈঠকে বসেছে বিএনপি।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সংসদ ভবনের এলডি ভবনে এ বৈঠক শুরু হয়।

এতে অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত ১৭ এপ্রিল কমিশনের সঙ্গে বিএনপির প্রথম দফা এবং ২০ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়।

রোববারের (২০ এপ্রিল) বৈঠকে নির্বাচন ব্যবস্হা সংক্রান্ত কয়েকটি সুপারিশে উভয় পক্ষের মধ্যে ঐক্যমত হলেও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যসহ সংবিধান বিষয়ক বেশ কিছু প্রস্তাব নিয়ে দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আজ এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button