বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় অভিযানে জব্দ হাইড্রোজ মেশানো গুড়, জেলি ভরা চিংড়ি

বগুড়ায় ১০ টন নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত আখের গুড় ধ্বংস করা হয়েছে। একই অভিযানে জেলি ইনজেক্টেড চিংড়ি বিক্রির অভিযোগে দুইটি খুচরা দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২১ এপ্রিল) বিকালে ফতেহ আলী বাজার ও রাজা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় একটি সমন্বিত দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।

অভিযানে সুবোধ বোস ও অনিক ট্রেডার্সের গুড়ের দোকানে যায় প্রতিনিধি দল। দোকানে গুড়ে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজের উপস্থিতি পাওয়া যায়।

এ সময় ১০ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান দুটিকে ১ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অন্য আরেকটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা রেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে বগুড়া ফতেহ আলী বাজারে চিংড়ি মাছে জেলি পুশ করে ভোক্তার কাছে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা দণ্ড দেয়া হয়। এ ছাড়া বাজারের গেট এলাকায় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত প্রায় ৫০ কেজি জিলাপি জব্দ ও জনসম্মুখে ধ্বংস করে আভিযানিক দল।

বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button