সারাদেশ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে এই তিন যুবককে ঢাকামুখী রেলসড়কে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে।

পুলিশ জানায়, লাশগুলো উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ আরো জানায়, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামগামী ডাউন লাইনে অজ্ঞাতপরিচয় তিন যুবক ভোররাতে ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের পরিচয় সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও তারা ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে, সেটাও এখনো নির্ধারণ করা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button