দুপচাঁচিয়া উপজেলা

বগুড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুর থেকে মুন্না(১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মুন্না দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর নয়া পাড়া মহল্লার মন্টু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বুধবার রাতে খাবার খেয়ে মুন্না বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরদিন বৃহস্পতিবার এলাকাবাসী একই এলাকার হেদায়েত তালুকদারের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।

সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক বলেন, মুন্না নেশা জাতীয় দ্রব্য সেবন করতো। ধারণা করা হচ্ছে সে নেশা করে পুকুরের পানিতে পড়ে গিয়ে আর উঠেতে না পারায় তার মৃত্যু হয়েছে।


দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম পুকুর থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button